ওয়ার্ডপ্রেস টার্মিনোলজি
1.slug (mean user friendly url)
2.Template Hierarchy ( ওয়ার্ডপ্রেসে পাট্টিকুলারলি যদি কিছু ফাইল থাকে ওয়ার্ডপ্রেস আগে সেই ফাইলটা দিয়ে কন্টেন্ট দেখায়। যদি ওটা না থাকে তাহলে আরেকটা ফাইল দিয়ে চেক করে যে এ ফাইলটা আছে কিনা তখন সেটা দিয়ে কন্টেন্ট দেখায়। যদি সেটাও না থাকে তাহলে আরেকটা ফাইল দিয়ে কন্টেন্ট দেখায় এভাবে সবশেষে কেউ যদি না থাকে তাহলে index.php দিয়ে কন্টেন্ট দেখায়। এই যে ওর্ডারটা, কন্টেন্ট দেখানোর জন্য কোন টেমপেল্ট ফাইলটা লোড হবে কোন php ফাইলটা লোড হবে। এই ওর্ডারটাকেই বলা হয় Template Hierarchy )
3.Taxonomy And Terms (Categories, Tags)
4.Transient (Temporary Storage)
What is hook?
হুক আসলে জাস্ট একটা ইভেন্ট ব্রডকাস্টিং সিস্টেম। দুই রকমের হুক আছে, অ্যাকশন হুক এবং ফিল্টার হুক
প্লাগেবল ফাংশন কি?
একটা ফাংশনকে এমন ভাবে ডিফাইন করা হয়, যাতে করে ইউজার সেই ফাংশনটি রিরাইট করতে পারে। অথাৎ একটা কন্ডিশনের ভিক্তিতে চেক করা হয় ফাংশনটি লিখা হয়েছে কিনা? যদি না হয় তাহলে ফলবেক হিসেবে কারেন্ট ফাংশনটিকে রির্টান করে। আর যদি থাকে তার মানে সেই existing ফাংশনটিকে নতুন করে লিখা হয়েছে। তখন সে নতুনটাকে রির্টান করে।